অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির সরকারি চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে (সিডিইউ) পড়তেন ওই শিক্ষার্থী। ডারউইনের উত্তর শহরতলিতে একটি বাড়িতে থাকতেন।
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩ মে) ভোরে বাড়িতে আক্রান্ত হওয়ার পর মো. ইশাকুর রহমান সিফাত (২৩) নামে ওই শিক্ষার্থী স্থানীয় রয়্যাল ডারউইন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিফাত চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তরে পড়ছিলেন। কয়েক মাস আগে অস্ট্রেলিয়া যান তিনি।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে নর্দার্ন টেরিটরি পুলিশ জানিয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী মারা গেছেন। মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত করছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। এ নিয়ে শুক্রবার (৫ মে) সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নর্দার্ন টেরিটরি পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সার্জেন্ট পল মরিসি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীকে বিছানায় শোয়া অবস্থায় মাথায় আঘাত করা হয়েছে। ওই শিক্ষার্থীকে উদ্ধার করার কিছুক্ষণ আগে বাড়ির উঠান থেকে একজন কথিত অনুপ্রবেশকারীকে তাড়া করেছিল পুলিশ।
সিনিয়র সার্জেন্ট মরিসি বলেন, দ্রুতই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। ওই বাড়ির বাসিন্দারা বলেছেন, তাঁরা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।
বুধবার বিকেলে চার্লস ডারউইন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্কট বোম্যান বলেন, সিফাতের পরিবারকে আনতে সহায়তা করা হচ্ছে।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে সিডিইউ-এর বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মর্মান্তিক ক্ষতিতে আমাদের পুরো কমিউনিটি বড় ধাক্কা খেয়েছে। তাঁর আত্মা আল্লাহর দরবারে চিরশান্তি লাভ করুক। আসুন আমরা এই শোকের সময়ে তাঁর পরিবার এবং বন্ধুদের জন্য ভালোবাসা এবং সমর্থন নিয়ে পাশে দাঁড়াই।’
উত্তর টেরিটরির রাজনৈতিক নেতারাও শোক জানিয়েছেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী নাতাশা ফাইলস। স্থানীয় বিরোধী দলীয় নেতাও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সম্প্রতি একাধিক খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত মার্চে ডেক্লান ল্যাভার্টি (২০) নামে এক তরুণ ডারউইনের উত্তর শহরতলিতে একটি দোকানে কাজ করার সময় খুন হন। ওই ঘটনা স্থানীয় কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ওই ঘটনার পর স্থানীয় সরকার জামিন সংক্রান্ত আইন সংশোধন করে।
অ্যালিস স্প্রিংস শহরে অ্যালকোহল-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধিও গত জানুয়ারিতে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়। স্থানীয় ও ফেডারেল সরকার এই অঞ্চলের জন্য সমর্থন বৃদ্ধি এবং কঠোর অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধি ঘোষণা করতে বাধ্য হয়।
বৃহস্পতিবার চার্লস ডারউইন ইউনিভার্সিটির (সিডিইউ) শিক্ষার্থী ও স্থানীয়রা সিফাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে। গণপরিবহন এবং বাড়িতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তাঁরা।
অস্ট্রেলিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির সরকারি চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে (সিডিইউ) পড়তেন ওই শিক্ষার্থী। ডারউইনের উত্তর শহরতলিতে একটি বাড়িতে থাকতেন।
এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩ মে) ভোরে বাড়িতে আক্রান্ত হওয়ার পর মো. ইশাকুর রহমান সিফাত (২৩) নামে ওই শিক্ষার্থী স্থানীয় রয়্যাল ডারউইন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিফাত চার্লস ডারউইন ইউনিভার্সিটিতে ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তরে পড়ছিলেন। কয়েক মাস আগে অস্ট্রেলিয়া যান তিনি।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে নর্দার্ন টেরিটরি পুলিশ জানিয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী মারা গেছেন। মেজর ক্রাইমস ইউনিটের গোয়েন্দারা এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত করছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। এ নিয়ে শুক্রবার (৫ মে) সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নর্দার্ন টেরিটরি পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সার্জেন্ট পল মরিসি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীকে বিছানায় শোয়া অবস্থায় মাথায় আঘাত করা হয়েছে। ওই শিক্ষার্থীকে উদ্ধার করার কিছুক্ষণ আগে বাড়ির উঠান থেকে একজন কথিত অনুপ্রবেশকারীকে তাড়া করেছিল পুলিশ।
সিনিয়র সার্জেন্ট মরিসি বলেন, দ্রুতই ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। ওই বাড়ির বাসিন্দারা বলেছেন, তাঁরা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।
বুধবার বিকেলে চার্লস ডারউইন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্কট বোম্যান বলেন, সিফাতের পরিবারকে আনতে সহায়তা করা হচ্ছে।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে সিডিইউ-এর বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মর্মান্তিক ক্ষতিতে আমাদের পুরো কমিউনিটি বড় ধাক্কা খেয়েছে। তাঁর আত্মা আল্লাহর দরবারে চিরশান্তি লাভ করুক। আসুন আমরা এই শোকের সময়ে তাঁর পরিবার এবং বন্ধুদের জন্য ভালোবাসা এবং সমর্থন নিয়ে পাশে দাঁড়াই।’
উত্তর টেরিটরির রাজনৈতিক নেতারাও শোক জানিয়েছেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী নাতাশা ফাইলস। স্থানীয় বিরোধী দলীয় নেতাও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সম্প্রতি একাধিক খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত মার্চে ডেক্লান ল্যাভার্টি (২০) নামে এক তরুণ ডারউইনের উত্তর শহরতলিতে একটি দোকানে কাজ করার সময় খুন হন। ওই ঘটনা স্থানীয় কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ওই ঘটনার পর স্থানীয় সরকার জামিন সংক্রান্ত আইন সংশোধন করে।
অ্যালিস স্প্রিংস শহরে অ্যালকোহল-সম্পর্কিত সহিংসতা বৃদ্ধিও গত জানুয়ারিতে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়। স্থানীয় ও ফেডারেল সরকার এই অঞ্চলের জন্য সমর্থন বৃদ্ধি এবং কঠোর অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধি ঘোষণা করতে বাধ্য হয়।
বৃহস্পতিবার চার্লস ডারউইন ইউনিভার্সিটির (সিডিইউ) শিক্ষার্থী ও স্থানীয়রা সিফাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে। গণপরিবহন এবং বাড়িতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তাঁরা।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৭ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫