Ajker Patrika

দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করল রকমারি

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬: ১০
দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করল রকমারি

অনলাইন বই বিক্রির পথিকৃৎ রকমারি ডট কম শুরু করেছে দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’। এখন গ্রাহকেরা ঘরে বসেই মেলার অফার, সেরা পণ্য এবং আকর্ষণীয় ডিল উপভোগ করতে পারবেন। মেলাটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ শনিবার রকমারি ডটকম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম অনলাইন ট্রেড ফেয়ারে এক লাখেরও বেশি দেশি-বিদেশি পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। মেলায় থাকছে ১০০টিরও বেশি বান্ডিল ডিল, ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেকট্রনিকস, গৃহস্থালি পণ্য, ফ্যাশন এবং বইসহ বিভিন্ন বিভাগে আকর্ষণীয় অফার রয়েছে। এ ছাড়া প্রতিদিন রিভিউ দেওয়া গ্রাহকদের জন্য থাকছে ৫০০ টাকার বিশেষ গিফট ভাউচার এবং ফ্ল্যাশ সেলের মতো চমক।

এ বিষয়ে রকমারি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খায়রুল আনাম রনি বলেন, ‘দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচনে আমরা সব সময় উদ্ভাবনী উদ্যোগ নিতে চেষ্টা করি। প্রথমবারের মতো এই অনলাইন ট্রেড ফেয়ার আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং আধুনিক কেনাকাটার সুযোগ তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেলায় ছয় শতাধিক ব্র্যান্ড রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও নেই। সেই হিসাবে দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা আমরাই করছি। আমি বিশ্বাস করি রকমারি ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য দেশের মানুষের কেনাকাটার অভ্যাসে অথেনটিক পণ্যর সুযোগ নিশ্চিত করা এবং তার জন্য আমরা কাজ করে চলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত