Ajker Patrika

‘নিজেদের’ ব্যাংকের পর্ষদ থেকেও বাদ এস আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘নিজেদের’ ব্যাংকের পর্ষদ থেকেও বাদ এস আলম

ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।

গতকাল বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এফএসআইবির পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। 

ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক ১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে। ২০০৯ সালের ১ জানুয়ারি এটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির বিতরণকৃত ঋণের পরিমাণ ৫৬ হাজার ৯১৭ কোটি টাকা। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল এফএসআইবি। কিন্তু সম্প্রতি সরকার বদলের ফলে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে এস আলম থেকে মুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপের দখলে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত