Ajker Patrika

বেক্সিমকোর শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২: ৪৮
Thumbnail image

বেক্সিমকো লিমিটেডের শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ দিচ্ছে সরকার। আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

খুদেবার্তায় বলা হয়, বেক্সিমকো কারখানায় অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ কর্তৃক যৌথভাবে অর্থঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ শ্রমিকদের সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া-চন্দ্রা এলাকার সব কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হলো।

বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান মামলায় কারাগারে থাকায় গ্রুপ পরিচালনায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত