Ajker Patrika

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল 

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল 

সম্ভাব্য বৈঠক পিছিয়ে দিয়েছে বিশ্বের জ্বালানি তেল উৎপাদকদের সংস্থা ওপেক প্লাস। এর জেরে আন্তর্জাতিক বাজারে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেলের দাম প্রায় আরও এক শতাংশ পর্যন্ত কমেছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮১ দশমিক শূন্য ৬ ডলারের দাঁড়িয়েছে। এর আগের সেশনে এই বেঞ্চমার্কের দাম কমে ৪ শতাংশ। 

তা ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে বেঞ্চমার্কটির দাম কমে প্রায় পাঁচ শতাংশ। 

পেট্রলিয়াম রপ্তানিকারকদের সংস্থা ওপেক প্লাস বুধবার হঠাৎ করেই নির্ধারিত বৈঠকের তারিখ পিছিয়ে দেয়। বৈঠকে তেলের উৎপাদন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। 

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের তেলের দাম কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে তেলের দাম ধরে রাখতে ফের উৎপাদন কমানোর ঘোষণা দিতে পরে সংস্থাটি। 

ওপেক প্লাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে সৌদি আরব, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তবে মধ্যপ্রাচ্যর প্রভাবশালী দেশ ইরানও সংস্থাটির সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত