নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করেছে ভারতীয় হ্যাকাররা। চলতি মাসে ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির খবর প্রকাশ করেছে ভারতীয় নিউজ পোর্টাল নর্থইস্ট নিউজ। তবে ওই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে।
মঙ্গলবার ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। এই প্রতিবেদনে ফের রিজার্ভ চুরি যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে।
এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। কিছু কর্মকর্তা সন্দেহ করছেন, রিজার্ভ চুরির পরিমাণ ‘এক অঙ্কের’ হতে পারে। এটি অন্যান্য সমস্যার সঙ্গে আমদানি বিল নিষ্পত্তিতে ‘চরম অসুবিধা’ সৃষ্টি করতে পারে।
এদিকে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল ১৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত দেড় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে ২০১৬ সালে ফিলিপাইনের হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরি করে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা ‘সফলভাবে’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গোপন রেখেছিলেন প্রায় এক মাস। তখনো সাংবাদিকদের কাছে রিজার্ভ চুরির ঘটনা ভুয়া দাবি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের রুদ্ধদার বৈঠক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করেছে ভারতীয় হ্যাকাররা। চলতি মাসে ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির খবর প্রকাশ করেছে ভারতীয় নিউজ পোর্টাল নর্থইস্ট নিউজ। তবে ওই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে।
মঙ্গলবার ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। এই প্রতিবেদনে ফের রিজার্ভ চুরি যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে।
এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। কিছু কর্মকর্তা সন্দেহ করছেন, রিজার্ভ চুরির পরিমাণ ‘এক অঙ্কের’ হতে পারে। এটি অন্যান্য সমস্যার সঙ্গে আমদানি বিল নিষ্পত্তিতে ‘চরম অসুবিধা’ সৃষ্টি করতে পারে।
এদিকে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল ১৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত দেড় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নর্থইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে ২০১৬ সালে ফিলিপাইনের হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরি করে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা ‘সফলভাবে’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গোপন রেখেছিলেন প্রায় এক মাস। তখনো সাংবাদিকদের কাছে রিজার্ভ চুরির ঘটনা ভুয়া দাবি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের রুদ্ধদার বৈঠক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১০ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৭ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
২০ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে