নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব এবং বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়করে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে করদাতারা আগামী তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন। তবে, প্রস্তাবিত এই করহারগুলো পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে।
তিন বছরের জন্য অগ্রিম করহার ও সারচার্জ নির্ধারণ
অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ (prospective) করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। এর ফলে, করদাতারা ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবেন।
করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও ‘জুলাই যোদ্ধা’দের জন্য বিশেষ সুবিধা
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম করের হার সরলীকরণ
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার নির্ধারণ করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কর পরিপালন সহজীকরণ ও পুঁজিবাজারে সুবিধা
কর পরিপালন সহজ করার লক্ষ্যে লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী (intermediary) হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ পুঁজিবাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব এবং বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়করে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে করদাতারা আগামী তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন। তবে, প্রস্তাবিত এই করহারগুলো পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে।
তিন বছরের জন্য অগ্রিম করহার ও সারচার্জ নির্ধারণ
অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ (prospective) করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। এর ফলে, করদাতারা ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবেন।
করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও ‘জুলাই যোদ্ধা’দের জন্য বিশেষ সুবিধা
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে, গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম করের হার সরলীকরণ
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার নির্ধারণ করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
কর পরিপালন সহজীকরণ ও পুঁজিবাজারে সুবিধা
কর পরিপালন সহজ করার লক্ষ্যে লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে ২ দশমিক ৫ শতাংশ কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করা হয়েছে। এখন আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া, পুঁজিবাজারে মধ্যস্থতাকারী (intermediary) হিসেবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপ পুঁজিবাজারে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
জীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১৭ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
২০ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১ দিন আগে