Ajker Patrika

রুপার্ট মারডকের কোম্পানির মুনাফা কমেছে ৭৫%, খরচ কমাতে নজর এআইয়ে

রুপার্ট মারডকের কোম্পানির মুনাফা কমেছে ৭৫%, খরচ কমাতে নজর এআইয়ে

এক বছরের ব্যবধানে মিডিয়া মুঘল রুপার্ট মারডকের নিউজ করপোরেশনের বার্ষিক মুনাফা প্রায় ৭৫ শতাংশ কমেছে। ছাপা ও ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন কমে যাওয়ায় মুনাফা কমেছে সংস্থাটির। 

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, খরচ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সাশ্রয়ী কনটেন্ট ব্যবহার বাড়িয়েছে নিউজ করপোরেশনের প্রতিষ্ঠানগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তায় আশার আলো দেখছেন রুপার্ট। 

এই মিডিয়া গোষ্ঠীর মালিকানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পত্রিকার পাশাপাশি বই প্রকাশনী, সাবস্ক্রিপশন–ভিত্তিক টেলিভিশন ও রিয়েল এস্টেট বিজ্ঞাপনী সংস্থা আছে। এ অর্থ বছরে করপোরেটটির নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছর যা ছিল ৭৬ কোটি ডলার। 

মুনাফায় এ ধসের একটি কারণ হলো নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার ছাপা ও ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সংখ্যা কমে যাওয়া। এটি নিউজ করপোরেশনেরই একটি শাখা। এর প্রধান সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’। এমনকি যুক্তরাজ্যের সংবাদ সংস্থাগুলোতেও ছাপা বিজ্ঞাপন কমেছে। 

প্রথমবারের মতো নিউজ করপোরেশনের মোট আয়ের অর্ধেকেরও বেশি এসেছে ডিজিটাল স্ট্রিম থেকে। মুনাফা বাড়াতে এই মিডিয়া সংস্থা এখন টেক্সট, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট তৈরিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করছে। 

নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রবার্ট থমসন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে। আমাদের বিশ্বাস, আয়ের নতুন উৎস তৈরি করার এ এক দারুণ সুযোগ। এর ফলে ব্যবসায় আমাদের খরচও কমিয়ে আনা সম্ভব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ইউনিক কনটেন্টের একটি মূল্য প্রতিষ্ঠার জন্য আলোচনা করছি। এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

সাম্প্রতিক সময়ে এই সংস্থার অস্ট্রেলীয় শাখা জানায়, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সপ্তাহে প্রায় ৩ হাজার প্রতিবেদন তৈরি করেছে। 

মুদ্রাস্ফীতির মধ্যে পুঁজিবাজারের এই অস্থির সময় নিউজ করপোরেশনের জন্য কঠিন বলেই প্রমাণিত হলো। এই মিডিয়া করপোরেশনের মালিকানায় আছে ওয়ালস্ট্রিট জার্নালের প্রকাশক ডাউ জোনস, বই প্রকাশনী সংস্থা হার্পার কলিন্স, লন্ডনের দ্য সান ও দ্য টাইমস এবং নিউইয়র্ক পোস্টের মতো পত্রিকা। 

গত ৩০ জুন পর্যন্ত এ সংস্থার ১২ মাসের আয় ছিল ৯৯০ কোটি ডলার। যা গত বছরের তুলনায় ৫ শতাংশ কম। থমসন বলেন, ‘আমাদের ফলাফল বলছে, শেষার্ধে আমাদের বেশ ভালো উন্নতি হয়েছিল। তাই মুদ্রাস্ফীতি হ্রাস, সুদের হার কমানো এবং আবাসন ব্যবসায় স্থিতিশীলতার সঙ্গে আগামী তিন মাসের জন্য আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।’ 
 
সংস্থাটির মালিকানাধীন ডাউ জোনসের সংবাদ কেন্দ্রিক ইউনিট গত বছর সবচেয়ে ভালো ব্যবসা করেছে। ব্রডব্যান্ড কোম্পানি ফক্সটেলের ব্যবসা বেড়েছে বিঞ্জ এবং কায়ো স্ট্রিমিং সার্ভিসের সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার ফলে। 

তবে ছাপা বই বিক্রি কমে যাওয়ায় মিডিয়া সংস্থাটির বই প্রকাশনীর আয় কমে এসেছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের আবাসন বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়ায় ক্ষতির মুখে পড়েছে নিউজ করপোরেশনের ডিজিটাল রিয়েল এস্টেট। 

এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ব্যয় সংকোচনের পথে হাঁটছে নিউজ করপোরেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত