Ajker Patrika

ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিমের ব্যাংক হিসাব তলব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিমের ব্যাংক হিসাব তলব 

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত (তলব) করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও একক ব্যক্তিমালিকানাধীন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেগুলোও জব্দ করতে বলা হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দশনায় উল্লেখ করা হয়েছে, ওবায়দুল করিমসহ তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম, জারীন করিম, মেহেদি হাসান এবং রেজাউল করিমের হিসাব স্থগিত রাখতে হবে। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সকল তথ্য চাওয়া হয়েছে। আগামী ৩০ দিন তাদের এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনআইডি ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। এসব ব্যক্তি ও তাদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিভিন্ন মন্ত্রী, এমপি, রাজনীতিক, সাবেক আমলা, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। এনবিআর থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত