Ajker Patrika

নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন প্রকল্পে বিদেশি বিনিয়োগ বেড়েছে

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমলেও গত বছর দেশে গ্রিনফিল্ড বা নতুন বিদেশি প্রকল্পে রেকর্ড বিনিয়োগ হয়েছে।

গতকাল জেনেভায় প্রকাশিত জাতিসংঘের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৪-এ এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, ২০২৩ সালে ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৪৫ শতাংশ বেশি বিনিয়োগ এসেছে। এ প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ে বাংলাদেশ ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ পায়, যা এর আগের বছরে ছিল ৬৫০ মিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, গ্রিনফিল্ড বিনিয়োগ হচ্ছে কোনো মাদার কোম্পানির তৈরি করা সহযোগী প্রতিষ্ঠান, যা অন্য একটি দেশে তাদের কার্যক্রম শুরু করে। এর আওতায় ব্যবসা প্রসারে পণ্যের বিপণনব্যবস্থা গড়ে তোলা, অফিস সম্প্রসারণ কিংবা বসবাসের জন্য আবাসনব্যবস্থা গড়ে তোলে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে ৪৫টি স্বল্পোন্নত দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ হারে। যে পাঁচটি দেশে এ বিনিয়োগ গিয়েছে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। 

বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিনিয়োগ ১৩ দশমিক ১৭ শতাংশ কমেছে। গত বছর ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার থেকে তা কমে ৩ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত