অনলাইন ডেস্ক
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও ৫৩টি মন্ত্রণালয়ের মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে মাত্র ৫ শতাংশ অগ্রগতিও দেখাতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪৩ কোটি ১৬ লাখ টাকা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৩টি প্রকল্পে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা থাকলেও এখনো কোনো অর্থ খরচ হয়নি। একই চিত্র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, যার বরাদ্দ ৭৫৪ কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ৩৫২টি। এর মধ্যে প্রথম পাঁচ মাসে বা নভেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র ১২ হাজার ২৩৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এডিপি বাস্তবায়নের গতি আরও কমিয়ে দিয়েছে। আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, চলমান প্রকল্পগুলোয় অর্থছাড় কম হওয়া এবং নতুন প্রকল্প পর্যালোচনা শেষ না হওয়ায় এই ধীরগতি দেখা যাচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতির অন্যতম কারণ।
আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (৩৭.৬১ শতাংশ)। এর পরের অবস্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৩০.৮৮ শতাংশ) এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (২৭.৩০ শতাংশ)। অন্যদিকে বেশির ভাগ মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ১০-২৫ শতাংশের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমানোর ফলে এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক কারণেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।
দেশীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বাজেট ছিল অবাস্তব। অন্তর্বর্তী সরকার যদি বাজেটের আকার ২ দশমিক ৩ শতাংশ কমায়, তাহলে এডিপি বরাদ্দ ৮ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। বর্তমানে অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির কারণে এই ব্যয় সংকোচন ছাড়া আর কোনো বিকল্প নেই।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও ৫৩টি মন্ত্রণালয়ের মধ্যে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে মাত্র ৫ শতাংশ অগ্রগতিও দেখাতে পারেনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪৩ কোটি ১৬ লাখ টাকা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৩টি প্রকল্পে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা থাকলেও এখনো কোনো অর্থ খরচ হয়নি। একই চিত্র অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, যার বরাদ্দ ৭৫৪ কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ৩৫২টি। এর মধ্যে প্রথম পাঁচ মাসে বা নভেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র ১২ হাজার ২৩৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ। এমন পরিস্থিতিতে সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এডিপি বাস্তবায়নের গতি আরও কমিয়ে দিয়েছে। আইএমইডির কর্মকর্তারা জানিয়েছেন, চলমান প্রকল্পগুলোয় অর্থছাড় কম হওয়া এবং নতুন প্রকল্প পর্যালোচনা শেষ না হওয়ায় এই ধীরগতি দেখা যাচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক প্রকল্পের কার্যক্রম বন্ধ রয়েছে, যা এই পরিস্থিতির অন্যতম কারণ।
আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (৩৭.৬১ শতাংশ)। এর পরের অবস্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (৩০.৮৮ শতাংশ) এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ (২৭.৩০ শতাংশ)। অন্যদিকে বেশির ভাগ মন্ত্রণালয়ের বাস্তবায়ন হার ১০-২৫ শতাংশের মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে অর্থছাড় কমানোর ফলে এডিপি বাস্তবায়নের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক কারণেও প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।
দেশীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের বাজেট ছিল অবাস্তব। অন্তর্বর্তী সরকার যদি বাজেটের আকার ২ দশমিক ৩ শতাংশ কমায়, তাহলে এডিপি বরাদ্দ ৮ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। বর্তমানে অর্থনৈতিক সংকট ও রাজস্ব ঘাটতির কারণে এই ব্যয় সংকোচন ছাড়া আর কোনো বিকল্প নেই।
জীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
৬ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১৯ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
২১ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১ দিন আগে