Ajker Patrika

মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী, সন্তান ও তাঁদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাঁদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

চিঠিতে মোজাম্মেল হক, তাঁর স্ত্রী অপরাজিতা হক ও তাঁদের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা হয়েছে।

বিএফআইইউ–এর নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত হিসাব–সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন: হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত