Ajker Patrika

আমার এলাকায় নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগায়, চারবার স্যান্ডেল বদলায়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭: ০৫
আমার এলাকায় নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগায়, চারবার স্যান্ডেল বদলায়: বাণিজ্যমন্ত্রী

নিজের নির্বাচনী এলাকা রংপুরে নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে ও চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির প্রথম সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাঁদের কোনো কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে।’

আপনাকে তো এলাকায় গিয়ে ভোট চাইতে হবে, ভোটারেরা যদি দ্রব্যমূল নিয়ে আপনাকে প্রশ্ন করে, তাহলে কী বলবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ, তারা আলুর ভালো দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একটা এলাকা একেক রকম। ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা। ২০০১ সালে এলাকায় মোটরসাইকেল ছিল ১০টি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল।’

দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে শহরের দিনমজুর ও নিম্নশ্রেণির মানুষের খুব কষ্ট হচ্ছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব ভালো জানি, আমার এলাকায় কোনো সমস্যা নেই। কিন্তু সারা দেশের অবস্থাটা ভিন্ন। শহরের দিনমজুর ও নিম্নশ্রেণির মানুষদের খুব কষ্ট হচ্ছে।’ 

তবে নির্বাচনে এর প্রভাব ফেলা ঠিক হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। সামনে নির্বাচন। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না।

বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে, এই প্রভাব কাটানো কি সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ইতিবাচক হলেই এই প্রভাব কাটানো সম্ভব হবে। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটা হয়েছে। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।’

গতকাল গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এরপর শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করে শুক্রবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘কেউ না কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যাঁরা খুশি না, তাঁরা ২০ হাজার টাকা বেতন পেলে খুশি হতেন। দুই পক্ষেরই রক্ষা হয়। সেখানে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত