Ajker Patrika

অসাধু ব্যবসায়ীর তথ্য দিলে ব্যবস্থা নেবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২: ১৯
অসাধু ব্যবসায়ীর তথ্য দিলে ব্যবস্থা নেবে এফবিসিসিআই

অসাধু ব্যবসায়ীদের তথ্য দিলে তাঁদের ধরিয়ে দেওয়া বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। কোনো ব্যবসায়ী অসাধু উপায়ে বাড়তি মুনাফা করার চেষ্টা করলে তাঁদের প্রতিহত করতে সংশ্লিষ্ট বাজার কমিটিকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটি। গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে স্থানীয় বাজার কমিটির নেতাদের সঙ্গে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটির মতবিনিময় সভায় এই আহ্বান জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি এবং বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী।

মো. আমিন হেলালী বলেন, ‘অসাধু ব্যবসায়ী এবং তাঁদের সঙ্গে জড়িত সব পক্ষকে চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে।

এফবিসিসিআইকে অসাধু ব্যবসায়ীদের তথ্য দিন। আমরা সরকারের সহযোগিতা নিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি আমাদের কার্যক্রম চলমান থাকবে। তবে ভোক্তাদেরও ক্রয় অভ্যাসে পরিবর্তন আনতে হবে। এক মাসের বাজার এক দিনে না করে আরও সংযমী হতে হবে।’

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিটি বাজারে বণিক সমিতি বা বাজার কমিটির নিজস্ব নজরদারির ব্যবস্থা চালুর পরামর্শ দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত