Ajker Patrika

বিমানের ওয়াশরুমে মিলল ‘সোনার ডিম’, সিটের নিচে ২৮০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৯
Thumbnail image

ডিমের মতো দেখতে নীল রঙের এগুলো বল মনে করে ভুল করবেন না। এগুলোর ভেতরে আছে তরল সোনা। এসব দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিলেছে। এই ছয় সোনার ডিমসহ প্রায় ৩৪ কেজি চোরাই সোনার একটি বড় চালান আজ শুক্রবার সকালে সিলেট বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়। 

কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস ও এনএসআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের এই স্বর্ণ উদ্ধার করা করা হয় বলে কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ৩২-জে, ২১-এ বি সি সিটের নিচ থেকে ২৮০টি বড় আকারের স্বর্ণের বার এবং ওয়াশরুমের ভেতর থেকে ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। 

সাজেদুল করিম আরও বলেন, ঢাকাগামী ফ্লাইটটি আজ সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় তল্লাশি চালিয়ে চার যাত্রীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নয়জন যাত্রীকে সাসপেক্ট করি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও ছিল। পরে যাচাই-বাছাই শেষে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁরা আমাদের কাস্টডিতে আছেন।’

 

আটক ব্যক্তিদের দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী এবং দুজন সিলেটের। তাঁরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নোয়াবাজার এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার ন’ভাগ কামালবাজার এলাকার মোহাম্মদ সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের মিসফা মিয়া ও একই উপজেলার সিকন্দপুর এলাকার মো. আখতারুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত