Ajker Patrika

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৫: ৩৬
নিজ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
নিজ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তবু আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সে সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি তখন অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।’

গতকাল মঙ্গলবার বিকেলে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ যেভাবে আমাকে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

জামায়াতের আমির বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি; ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে; হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সাড়ে ১৩ বছর সারা দেশে দলীয় কার্যালয় সিলগালা করে বন্ধ রাখা হয়েছিল। জামায়াতের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়।’

শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল, কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলনের কৃতিত্ব ছাত্র-জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হাত থেকে মুক্ত করে দেন।’

প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বনশ্রীতে নারীকে হেনস্তা–মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত