Ajker Patrika

সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা সোহেল

নিজস্বপ্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেতা সোহেল

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা ছাত্রদলের নেতা এনামুল কবীর চৌধুরী সোহেল। আজ সোমবার বিকেলে নগরের খাদিমপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সমাজের সাথে আয়োজিত পরামর্শ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

ওই সভায় প্রধান অতিথি ছিলেন—সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন—জেলা বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকী, স্বেচ্ছাসেবকদলের নেতা ওয়াহিদুজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। 

সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দেশজাতির মঙ্গলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা ইমদাদ হোসেন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত