Ajker Patrika

নির্মাণাধীন ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নির্মাণাধীন ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নির্মাণাধীন মার্কেট থেকে পরে আসাদুল (১৮) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের টানবাজার এলাকায় নির্মাণাধীন পদ্ম সিটি প্লাজা-২ থেকে পরে যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘আসাদুল রংপুর জেলার মতিয়ুর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। ঘটনার পরপরেই তাঁর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’ 

আসাদুলের সহকর্মী আর আমিন বলেন, ‘আমরা ভবনের ১৩ তলায় মাচায় বসে কাজ করছিলাম। হঠাৎ করেই আসাদকে দেখলাম ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন। নিচে নেমে দেখি তিনি মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত