Ajker Patrika

মেরামতের জন্য খোয়াই নদীর নতুন সেতু বন্ধ থাকবে ১২ ঘণ্টা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত সেতু। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জের চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত সেতু। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ওপরে নির্মিত নতুন সেতু মেরামতের জন্য টানা ১২ ঘণ্টা চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, আগামী ১৭ মার্চ রাত ১১টা থেকে পরদিন ১৮ মার্চ বেলা ১১টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ৪টি বিকল্প সড়ক পথে যান চলাচল করবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট-১: নছরতপুর-হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-২: শায়েস্তাগঞ্জ গোলচত্বর হবিগঞ্জ-বালিখাল সেতু-নবীগঞ্জ-আউশকান্দি-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-৩: জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক)-মিরপুর (বাহুবল)-শেরপুর-সিলেট।

বিকল্প রুট-৪:  জগদীশপুর মোড়-চুনারুঘাট-খোয়াই সেতু-গাজীগঞ্জ বাজার-সাটিয়াজুরী বাজার-নতুন বাজার (ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক) শ্রীমঙ্গল-মৌলভীবাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত