Ajker Patrika

আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি ভালো ফলাফল দেবে: শমশের মুবিন চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৭
আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি ভালো ফলাফল দেবে: শমশের মুবিন চৌধুরী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সোনালি আঁশ প্রতীকের প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী বলেছেন, ‘তৃণমূল বিএনপি একটা নতুন দল, প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা আশাবাদী আগামী নির্বাচনে তৃণমূল বিএনপি একটা ভালো ফলাফল দেবে।’ 

আজ বৃহস্পতিবার বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরে তাঁর নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

শমশের মুবিন বলেন, ‘আমরা অনেকটা এগিয়ে গেছি এবং ভালো সাড়া পাচ্ছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সাধারণ মানুষের সাড়া পেয়েছি। বাজার-হাট, মসজিদ-মন্দিরে যাচ্ছি, সকলের সঙ্গে কথা বলছি। মানুষের এবার অত্যন্ত আগ্রহ দেখেছি ভোট দেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন হবে। দলমত-নির্বিশেষে মানুষ ভোট দিতে পারবে। আমরা ১৪২টি আসনে প্রার্থী দিয়েছি। সার্বক্ষণিক তথ্য পাচ্ছি একদম আইন-বিধি মেনে তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন এবং প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি—এতে আমরা আরও বেশি উজ্জীবিত হচ্ছি।’ 

এ সময় তৃণমূল বিএনপি গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত