Ajker Patrika

নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
নবীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের বাসিন্দা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেট কার পোড়ানোর ঘটনায় করা নাশকতার মামলার তদন্তে ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত