Ajker Patrika

কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: মন্ত্রী ইমরান

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: মন্ত্রী ইমরান

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বেকারত্ব থেকে বেরিয়ে আসতে এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর চাহিদা আছে। কিন্তু চাহিদামতো দক্ষ কর্মী পাঠানো যাচ্ছে না। অদক্ষ কর্মীদের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। অদক্ষরা বিদেশে গিয়ে বিপদে পড়েন।’

আজ বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বিদেশগামী কর্মীদের বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

কোছাপের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোছাপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত