Ajker Patrika

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ ব্যক্তি আহত হয়েছেন। আজ রোববার দুপুরে দিরাই উপজেলার বনভূমি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাবেক চেয়ারম্যান লুৎফুর ও বীর মুক্তিযোদ্ধা আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজ স্কুল ও মাদ্রাসার জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২৫ ব্যক্তি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ১৪ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, অপর পক্ষের একজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গ্রামটির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত