Ajker Patrika

গাইবান্ধায় ভটভটির ধাক্কায় আরও ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২২: ৩৩
গাইবান্ধায় ভটভটির ধাক্কায় আরও ২ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় আহত ইজিবাইক আরোহী আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান। দুর্ঘটনা এ নিয়ে তিনজন মারা গেলেন। 

মৃতরা হলেন–উপজেলার কুমারগাড়ি গ্রামের আ. ছাত্তার মিয়া ছেলে সবুজ মিয়া (৩৫) ও পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে ইজিবাইকচালক আশরাফুলের (৩৫) মৃত্যু হয়। আহত অপর দুজন হলেন–গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামের আজিজলে ছেলে মো. বেলাল (৫০) ও মৃত আকামুদ্দিনের ছেলে মো. আমরুল (৪৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাকাইহাট বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক হরিনাবাড়ী বাজারে দিকে যাচ্ছিল। ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে মাটির হাঁড়ি ভর্তি একটি ভটভটি ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আশরাফুল মারা যান। ইজিবাইকে থাকা চারযাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাতক ভটভটি (নছিমন) গতকাল রাতেই আটক করা হয়েছে। এ বিষয়ের নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত