ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির চাপায় আহত দুই জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত দুই জন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আয়েজ উদ্দিন (৯৫) ও রুবেল মিয়া (১৭)। রুবেল ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে পেশায় ভটভটি চালকের সহকারী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আয়েজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে সড়ক অতিক্রম করার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। ভটভটির চালক পথচারীকে বাঁচানো চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটি উল্টে যায়। চালকের সহকারী রুবেল ছিটকে ভটভটির নিচে পড়েল তার দুই পা মারাত্মকভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে।
আহতদের অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর নেওয়ার পথে রাতে তারা মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে চালকের সহকারী ছিটকে গিয়ে চাপা পড়ে আহত হয়। পথচারী ও চালকের সহকারী দুজনই মারা গেছেন।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটির চাপায় আহত দুই জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত দুই জন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।
দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আয়েজ উদ্দিন (৯৫) ও রুবেল মিয়া (১৭)। রুবেল ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে পেশায় ভটভটি চালকের সহকারী।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আয়েজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে সড়ক অতিক্রম করার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। ভটভটির চালক পথচারীকে বাঁচানো চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটি উল্টে যায়। চালকের সহকারী রুবেল ছিটকে ভটভটির নিচে পড়েল তার দুই পা মারাত্মকভাবে থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে।
আহতদের অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর নেওয়ার পথে রাতে তারা মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে চালকের সহকারী ছিটকে গিয়ে চাপা পড়ে আহত হয়। পথচারী ও চালকের সহকারী দুজনই মারা গেছেন।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১১ নেতা–কর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ মিনিট আগে