Ajker Patrika

পীরগঞ্জে শিশু হত্যার ঘটনায় আরেক শিশুসহ গ্রেপ্তার ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৪: ২৮
লাবণ্য আকতার। ছবি: সংগৃহীত
লাবণ্য আকতার। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রী লাবণ্য আকতারের (৪) লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গ্রেপ্তারের পর ওই শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির এক ছাত্র এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্কুলছাত্র ওই শিশুকে হত্যার কথা স্বীকার করেছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দেয় সে।

ওসি আরও বলেন, গত ২৩ নভেম্বর বিকেলে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে লাশ পাশের আখখেতে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তার হুসেন আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। গত ২৩ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের আখখেতে তার লাশ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত