Ajker Patrika

আওয়ামী লীগের পথে হাঁটলে আপনারাও হারিয়ে যাবেন: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ জুন ২০২৫, ২১: ৪৯
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সে পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’

গতকাল বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত