দিনাজপুর প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দিনাজপুরে সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার কোতোয়ালি থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট জেলা যুবদল নেতা রুহান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন–জেলা যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম, মো. রমজান, মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা মো. মিথুন, সুইট, ওবাইদুর রহমান, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান মো. রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ রায়হান, ওয়াসিম নুর তুষার, মিথুন, নুর মোহাম্মদ, জাকির হোসেন, সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, রবীন্দ্রনাথ বসাক সুটু, শামীম রেজা, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ আলী তালুকদার, উত্তম বসাক, মামুনুর রশীদ ও অমিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের শিক্ষার্থীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মামলার বাদী ফরিদুলের ছোট ভাই রবিউল ইসলাম রাহুলও ছিলেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জিলা স্কুলের সামনের সড়কে আসলে প্রধান আসামির পরোক্ষ মদদে ও উসকানিতে তাঁর লোকজন আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য নিয়ে মিছিলে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়লে একপর্যায়ে নিহত রবিউলের দুই পা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী আন্দোলনে নিহত রবিউল ইসলামের ভাই বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন।’
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দিনাজপুরে সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার কোতোয়ালি থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট জেলা যুবদল নেতা রুহান হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন–জেলা যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম, মো. রমজান, মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা মো. মিথুন, সুইট, ওবাইদুর রহমান, সদরের ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউপি চেয়ারম্যান মো. রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ রায়হান, ওয়াসিম নুর তুষার, মিথুন, নুর মোহাম্মদ, জাকির হোসেন, সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, রবীন্দ্রনাথ বসাক সুটু, শামীম রেজা, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ আলী তালুকদার, উত্তম বসাক, মামুনুর রশীদ ও অমিত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দিনাজপুরের শিক্ষার্থীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মামলার বাদী ফরিদুলের ছোট ভাই রবিউল ইসলাম রাহুলও ছিলেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জিলা স্কুলের সামনের সড়কে আসলে প্রধান আসামির পরোক্ষ মদদে ও উসকানিতে তাঁর লোকজন আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য নিয়ে মিছিলে হামলা চালায়। হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়লে একপর্যায়ে নিহত রবিউলের দুই পা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী আন্দোলনে নিহত রবিউল ইসলামের ভাই বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন।’
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১২ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
১৫ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩১ মিনিট আগে