ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি অভিযানে ৭৫ হাজার টাকার জাল নোট ও একটি টাকা তৈরির মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে তাঁদের আটক করে র্যাব। অপরদিকে একই ঘটনায় ওই দিন রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকা থেকে ফুলবাড়ী থানা-পুলিশ জাল টাকা তৈরির মেশিনটি জব্দ করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)। তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরের একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় নিপ্পন রায় ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট জব্দ করে থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আজ শুক্রবার র্যাব-১৩, এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
অপরদিকে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলাহাট এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় জাল টাকা তৈরির মেশিনটি (ছোট প্রেস) উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট আদান-প্রদান করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে জাল নোটসহ তাঁদের থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে তাঁদের পাঠানো হয়েছে।
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২০ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে