Ajker Patrika

কাকিনা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি 
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে স্টোপেজের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে স্টোপেজের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের (যাত্রা বিরতি) দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন এলাকাবাসী। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ২ ঘণ্টাব্যাপী কাকিনা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ১২ মার্চ লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করেছে আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না।

উদ্বোধনের পর থেকেই ট্রেনটি লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। তাই হাতীবান্ধার উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি জানান স্থানীয়রা। সেই দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার রুটে চলাচলের ঘোষণা দেয় রেল বিভাগ।

এদিকে কাকিনা স্টেশনে সেই ট্রেনের স্টপেজ না থাকলে স্থানীয় যাত্রীদের আদিতমারী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। তাঁরা দাবি করেন, কাকিনা স্টেশনে ট্রেনটির স্টপেজ দিলে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে। ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর সংগ্রহ করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন, ‘আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রুটে চলাচলের পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ শেষ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত