প্রতিনিধি
মিঠাপুকুর (রংপুর): জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে আগামী রোববার থেকে হাঁড়িভাঙা আম বেচাকেনা শুরু করবেন মিঠাপুকুর এলাকার চাষি ও ব্যবসায়ীরা। এর আগে ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার পরামর্শ দিয়েছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
রংপুর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রংপুর জেলায় এবার ১ হাজার ৮৬৫ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের ফলন হয়েছে। এর মধ্যে মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে। এ এলাকায় বাগান ছাড়াও বাড়ির উঠান, পুকুর পাড় ও বসত বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতেও হাঁড়িভাঙা আমের গাছ রয়েছে। এ জাতের আম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় মিঠাপুকুর এলাকাসহ আশপাশের সকল এলাকাতে এর গাছ রয়েছে।
কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন আরও জানান, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার থেকে ২৭ হাজার টন হাঁড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি আম ৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বেচাকেনা হবে।
আম চাষি আব্দুস সালাম সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ২০ জুন থেকে আম পাড়া শুরু হবে। তবে ৩০ জুন থেকে পুরোদমে শুরু হবে হাঁড়িভাঙা আমের বেচাকেনা। তাঁর দুটি এ জাতের আম বাগান ১২ লাখ টাকায় বিক্রি করেছেন।
আম ব্যবসায়ী খাদেমুল ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ীরা পদাগঞ্জ থেকে সরাসরি ট্রাকে করে এই আম ঢাকাসহ দেশের সর্বত্র পাঠানো শুরু করবেন। উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ, আঁখিরা হাট, পাইকারের হাট, মাঠের হাট ও ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটে এই আমের পাইকারি বাজার বসে। খোলা আকাশের নিচেই ব্যবসায়ীদের বেচাকেনা করতে হয়। ক্রেতা বিক্রেতাদের জন্য কোনো ছাউনি নির্মাণ করা হয়নি। তবে চেয়ারম্যান আসাদুজ্জামান আমের ভাস্কর্য তৈরি করে আম চত্বর নামকরণ করেছেন। এ ছাড়াও রংপুর বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ ট্রেনিং সেন্টারের সামনেও হাঁড়িভাঙা আমের বাজার বসে। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। গত বছর বিআরটিসির ট্রাকে কম দরে আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। এ বছরও পরিবহন সুবিধা আশা করছেন ব্যবসায়ীরা।
মিঠাপুকুর (রংপুর): জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে আগামী রোববার থেকে হাঁড়িভাঙা আম বেচাকেনা শুরু করবেন মিঠাপুকুর এলাকার চাষি ও ব্যবসায়ীরা। এর আগে ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার পরামর্শ দিয়েছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
রংপুর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, রংপুর জেলায় এবার ১ হাজার ৮৬৫ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের ফলন হয়েছে। এর মধ্যে মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের বাগান রয়েছে। এ এলাকায় বাগান ছাড়াও বাড়ির উঠান, পুকুর পাড় ও বসত বাড়ির আশপাশের পরিত্যক্ত জমিতেও হাঁড়িভাঙা আমের গাছ রয়েছে। এ জাতের আম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় মিঠাপুকুর এলাকাসহ আশপাশের সকল এলাকাতে এর গাছ রয়েছে।
কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন আরও জানান, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার থেকে ২৭ হাজার টন হাঁড়িভাঙা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি আম ৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বেচাকেনা হবে।
আম চাষি আব্দুস সালাম সরকার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ২০ জুন থেকে আম পাড়া শুরু হবে। তবে ৩০ জুন থেকে পুরোদমে শুরু হবে হাঁড়িভাঙা আমের বেচাকেনা। তাঁর দুটি এ জাতের আম বাগান ১২ লাখ টাকায় বিক্রি করেছেন।
আম ব্যবসায়ী খাদেমুল ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ীরা পদাগঞ্জ থেকে সরাসরি ট্রাকে করে এই আম ঢাকাসহ দেশের সর্বত্র পাঠানো শুরু করবেন। উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ, আঁখিরা হাট, পাইকারের হাট, মাঠের হাট ও ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটে এই আমের পাইকারি বাজার বসে। খোলা আকাশের নিচেই ব্যবসায়ীদের বেচাকেনা করতে হয়। ক্রেতা বিক্রেতাদের জন্য কোনো ছাউনি নির্মাণ করা হয়নি। তবে চেয়ারম্যান আসাদুজ্জামান আমের ভাস্কর্য তৈরি করে আম চত্বর নামকরণ করেছেন। এ ছাড়াও রংপুর বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ ট্রেনিং সেন্টারের সামনেও হাঁড়িভাঙা আমের বাজার বসে। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। গত বছর বিআরটিসির ট্রাকে কম দরে আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। এ বছরও পরিবহন সুবিধা আশা করছেন ব্যবসায়ীরা।
২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয় থেকে যুবলীগের নেতা জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বন্দরের মদনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেজাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
১ ঘণ্টা আগে