Ajker Patrika

গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের বাধা, হাতাহাতি 

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ২১: ৫৩
গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের বাধা, হাতাহাতি 

রংপুরে গণতন্ত্র মঞ্চের জনসমাবেশে নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে গণসংহতি আন্দোলনের দুই কর্মী আহত হয়েছেন।

আজ বুধবার সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে ঢাকা-দিনাজপুরে রোডমার্চ উপলক্ষে রংপুর প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ জনসমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতিরংপুর গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক আমিন উদ্দিনের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য দেন–গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দে সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দে সাকি বলেছেন, ‘এই অবৈধ সরকারের কাছে দেশের সার্বভৌম নিরাপদ নয়। এই সরকার ক্ষমতায় থাকলে অনিরাপদ হয়ে উঠবে সবার জীবন। তাই গলায় গামছা পেঁচিয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। তাদের আর ক্ষমতায় রাখা যাবে না।’

গণতন্ত্র মঞ্চের সমাবেশে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতিসরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুরে রোডমার্চ উপলক্ষে আজ বুধবার রংপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রোডমার্চে পুলিশি বাধা নিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে পুলিশ কৌশল অবলম্বন করে রোডমার্চে বাধা দিচ্ছে। সরকার দলীয় অঙ্গ সংগঠন আমাদের সমাবেশের স্থলে শান্তি সমাবেশের ডাক দিচ্ছে। কারা কারা বাধা দিচ্ছেন, কারা সমস্যা তৈরি করছেন, তাদের তালিকা হচ্ছে। ১৪ বছরে অনেক বাধা দিয়েছেন। এবারে জনতা জেগে উঠেছে।’

রংপুরে জনসমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়দে সাকিগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘দেশের মানুষ আর ঘুমাতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের ভেলকিবাজি চলছে। তাই এখন আর উন্নয়ন উন্নয়ন করে চিৎকার করে না। ফেরি করে বিদ্যুৎ দেওয়ার কথা বলে না। কারণ সরকার লুটপাট করে বিদেশের মাটিতে নিজেদের আরাম–আয়েশের ব্যবস্থা করছে, আর এদেশের মানুষকে কষ্ট দিচ্ছে।’

সরকার নতুন টাকা ছাপানো সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘ডলার সংকটের কথা বলছেন সরকার। তাই টাকা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এই টাকা ছাপানো হলে দিনমজুর, কৃষক, শ্রমিকদের আরও খারাপ অবস্থা হবে। দ্রব্যমূল্যের দাম বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত