সিরাজগঞ্জ প্রতিনিধি
অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আজ শুক্রবার পুলিশ তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর-২ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইব্রাহিম। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (শুক্রবার) রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
আরও পড়ুন:
অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফ ৫ দিনের রিমান্ডে
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেল ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আজ শুক্রবার পুলিশ তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর-২ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইব্রাহিম। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (শুক্রবার) রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
আরও পড়ুন:
অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফ ৫ দিনের রিমান্ডে
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেল ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
২ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে