Ajker Patrika

লালপুরে বাগান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বীথি ক্লিনিকের ডিউটি শেষে বাড়ি চলে যান। শুক্রবার সকালে তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগানে লাশ দেখতে পান স্থানীয়রা। তাঁরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। 

মুক্তার ক্লিনিকের পরিচালক মো. মুক্তার হোসেন বলেন, ওই নারী তাঁর ক্লিনিকে ডাক্তার আনোয়ার হোসেনের আলট্রাসনোগ্রাফি সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে তিনি ক্লিনিক থেকে বাড়ি চলে যান। সকালে তাঁর লাশ পাওয়ার খবর জানতে পারেন। 

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করা হয়। 

আমজাদ হোসেন আরও বলেন, আমার মেয়ের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে জামাইয়ের সঙ্গে তালাক হয়ে যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নেমেছে। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত