পাবনা প্রতিনিধি
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তরুণ ওই এলাকার ওমর আলীর ছেলে আরাফাত হোসেন (১৮)। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে একা পেলে শহিদের অনুসারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় হাঁটুসহ তাঁর শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতে জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আরাফাতকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এরপরই ইউপি সদস্য শহিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় ইউপি সদস্য ও তাঁর অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয় পুলিশ।
ওসি আরও জানান, অভিযুক্তরা পলাতক রয়েছেন। এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অনন্ত এলাকার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুরে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তরুণ ওই এলাকার ওমর আলীর ছেলে আরাফাত হোসেন (১৮)। তিনি পৌর বিএনপি নেতা রুপমের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে একা পেলে শহিদের অনুসারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় হাঁটুসহ তাঁর শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতে জখম করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আরাফাতকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এরপরই ইউপি সদস্য শহিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন দেয় পৌর বিএনপি নেতা রুপমের অনুসারীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ওসি আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব। এর আগেও এদের মধ্যে ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এর জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় ইউপি সদস্য ও তাঁর অনুসারীরা জড়িত দাবি করে বিক্ষুব্ধরা শহিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নেভানো ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয় পুলিশ।
ওসি আরও জানান, অভিযুক্তরা পলাতক রয়েছেন। এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
১৯ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে