Ajker Patrika

ডিনস অ্যাওয়ার্ড পেলেন রাবির ৮৮ জন শিক্ষক-শিক্ষার্থী

রাবি প্রতিনিধি 
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ২০: ০৭
রাবিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
রাবিতে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৩৪ জন শিক্ষক ও ৫৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থী আগামীতেও তাঁদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন। তাঁরা অনুজদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েও থাকবেন।’

তথ্যমতে, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চারজনকে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে তিনজন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের, দুজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং একজন করে ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।

ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পাঁচজন করে আছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের, চারজন আছেন পদার্থবিজ্ঞান বিভাগের, ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত বিভাগের আছেন দুজন করে এবং একজন আছেন পরিসংখ্যান বিভাগের।

অপর দিকে ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য যথাক্রমে ২৯ ও ২৫ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাতজন করে আছেন গণিত, রসায়ন, পরিসংখ্যান ও ফার্মেসি বিভাগের, ছয়জন করে আছেন পদার্থবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও ফলিত গণিত বিভাগের, তিনজন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পাঁচজন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত