বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রায় এক যুগ পর চালু হওয়া নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন মাত্র চার মাসের মাথায় কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৯২৭ সালে নির্মিত এই রেলস্টেশন জনবলসংকট দেখিয়ে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, জনবলসংকটের কারণে স্টেশনটি পুনরায় বন্ধ করা হয়েছে। তবে দ্রুতই স্টেশনটি চালু করা হবে।
মালঞ্চি রেলস্টেশন সূত্রে জানা গেছে, জনবলসংকটের কারণে ২০১৩ সালে স্টেশনটি বন্ধ করা হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকায় টিকিট কাউন্টার, স্টেশনমাস্টারের কক্ষ এবং বিভিন্ন যন্ত্রপাতিসহ রেলক্রসিং অকেজো হয়ে পড়ে। পরবর্তী সময় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্টেশনের সংস্কারকাজ শেষে গত বছর ১০ অক্টোবর পুনরায় স্টেশনটি সীমিত পরিসরে চালু করা হয়।
এদিকে, স্টেশনটি বন্ধ হওয়ায় আবারও যোগাযোগ বিড়ম্বনায় পড়লেন বাগাতিপাড়ায় অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সেনাসদস্যরা, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ উপজেলার লক্ষাধিক মানুষ। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনে বিড়ম্বনা ও বাড়তি ব্যয় হচ্ছে কৃষকদের।
রেল-সংশ্লিষ্টরা বলেন, স্টেশনটি পূর্ণাঙ্গ রূপে চালু করা গেলে উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী ট্রেনসহ সব ট্রেনের ক্রসিং সুবিধা হবে। এর পাশাপাশি শিডিউল বিপর্যয় কমিয়ে আনা সম্ভব হবে।
নাটোর থেকে বেশ দূরে আব্দুলপুর রেলস্টেশনের অবস্থান হওয়ায় সময় বেশি লাগে যাত্রীদের। এ ছাড়া তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই দ্রুত সময়ের মধ্যে মালঞ্চি রেলস্টেশন চালুর দাবি জানান স্থানীয়রা।
প্রায় এক যুগ পর চালু হওয়া নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশন মাত্র চার মাসের মাথায় কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ১৯২৭ সালে নির্মিত এই রেলস্টেশন জনবলসংকট দেখিয়ে ১০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার জানান, জনবলসংকটের কারণে স্টেশনটি পুনরায় বন্ধ করা হয়েছে। তবে দ্রুতই স্টেশনটি চালু করা হবে।
মালঞ্চি রেলস্টেশন সূত্রে জানা গেছে, জনবলসংকটের কারণে ২০১৩ সালে স্টেশনটি বন্ধ করা হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকায় টিকিট কাউন্টার, স্টেশনমাস্টারের কক্ষ এবং বিভিন্ন যন্ত্রপাতিসহ রেলক্রসিং অকেজো হয়ে পড়ে। পরবর্তী সময় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্টেশনের সংস্কারকাজ শেষে গত বছর ১০ অক্টোবর পুনরায় স্টেশনটি সীমিত পরিসরে চালু করা হয়।
এদিকে, স্টেশনটি বন্ধ হওয়ায় আবারও যোগাযোগ বিড়ম্বনায় পড়লেন বাগাতিপাড়ায় অবস্থিত কাদিরাবাদ সেনানিবাসের সেনাসদস্যরা, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ উপজেলার লক্ষাধিক মানুষ। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনে বিড়ম্বনা ও বাড়তি ব্যয় হচ্ছে কৃষকদের।
রেল-সংশ্লিষ্টরা বলেন, স্টেশনটি পূর্ণাঙ্গ রূপে চালু করা গেলে উত্তরাঞ্চলের পার্বতীপুর থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী ট্রেনসহ সব ট্রেনের ক্রসিং সুবিধা হবে। এর পাশাপাশি শিডিউল বিপর্যয় কমিয়ে আনা সম্ভব হবে।
নাটোর থেকে বেশ দূরে আব্দুলপুর রেলস্টেশনের অবস্থান হওয়ায় সময় বেশি লাগে যাত্রীদের। এ ছাড়া তাদের ভোগান্তি পোহাতে হয়। তাই দ্রুত সময়ের মধ্যে মালঞ্চি রেলস্টেশন চালুর দাবি জানান স্থানীয়রা।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেস্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
২০ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে