Ajker Patrika

যৌন হয়রানির অভিযোগ থাকা শিক্ষক রাবিতে জিয়া পরিষদের সভাপতি

রাবি প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯: ৫৫
যৌন হয়রানির অভিযোগ থাকা শিক্ষক রাবিতে জিয়া পরিষদের সভাপতি

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে সভাপতি ও অধ্যাপক ফরিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সুপারিশে জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুস আগামী দুই বছরের জন্য ৭৭ সদস্যবিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি অনুমোদন করেছেন।

এদিকে নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে রয়েছে সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ। গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই নারী সহকর্মীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নয়জন শিক্ষকের পক্ষে একটি লিখিত অভিযোগ দেন বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।

এ বিষয়ে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তদন্ত চলছে।’ সংগঠন তাঁকে এই পদে যোগ্য মনে করেছে, তাই বসিয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত