প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী): আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবেই চেনে মানুষ। আর এই সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে। এর আগে ২০১৬ সালে বিভিন্ন দেশে ফজলি, ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি আম রপ্তানি হয় প্রায় ১৮৬ মেট্রিক টন। চলতি মৌসুমে প্রথম গত ৫ জুন আড়াই মেট্রিক টন হিমসাগর আম রপ্তানি করেছেন ব্যবসায়ী ও সাংবাদিক আহসান হাবিব।
আজ রোববার সকালে সরেজমিনে শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আহসান হাবিবের আম বাগানে গিয়ে দেখা যায়, তিনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করছেন আরও দুই মেট্রিক টন আম। বৃষ্টির দিনে বাগানে ঘর তুলে প্যাকেটিং করছেন হিমসাগর জাতের আম। তিনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করেছেন ২০ জাতের আম।
আহসান হাবিব বলেন, 'সাধারণ আম চাষিদের চেয়ে আমাদের আম স্বাদে ও গুনে ভিন্ন। কোন ক্রেতা একবার আম কিনলে, পরের বছর পাঁচ গুন বেশি আম কিনে থাকেন। শুধু তাই নয়, উনি আরও কয়েক গুন ক্রেতা পাঠিয়ে দেন বাগানে।'
আহসান হাবিব আরও জানান, শতভাগ নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ফ্রুট ব্যাগিংকৃত আম, কোন প্রকার আঘাত ছাড়াই বোটাসহ নামাই এবং প্রতিটি আমে নিজস্ব স্টিকার লাগিয়ে পরিবহনে আন্তর্জাতিক মানের প্যাকেট করে সরবরাহ করে থাকি। এ ছাড়াও বাগানে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যর জন্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। আমাদের উৎপাদিত আম রপ্তানির সকল নিয়ম মেনে তৈরি করা হয়। শনিবার ২ মেট্রিক টন হিমসাগর আম রপ্তানির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার বিমানযোগে আমের এ চালান যাবে সুইডেনে। এ ছাড়া রোববারের পাঠানো আম যাবে সোমবার।
রপ্তানিকারক প্রতিষ্ঠান ফ্রেশ ফুড ট্রেডিং কোম্পানির প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, তাঁরা তিন বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান হতে আম সংগ্রহ করে ইউরোপ, কানাডা, সুইডেনসহ বিভিন্ন দেশে পাঠিয়ে থাকেন। সে ক্ষেত্রে তারা পিউর আমগুলোই ক্রয় করেন। এবারও টার্গেট রয়েছে পুরো মৌসুমজুড়ে আম রপ্তানি করার।
লন্ডনে আম পাঠানোর ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বিদেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছে। তিনি জানান, ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও রপ্তানিনীতি ব্যাপক সাফল্য পাওয়া যাবে।
চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী): আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবেই চেনে মানুষ। আর এই সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে। এর আগে ২০১৬ সালে বিভিন্ন দেশে ফজলি, ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি আম রপ্তানি হয় প্রায় ১৮৬ মেট্রিক টন। চলতি মৌসুমে প্রথম গত ৫ জুন আড়াই মেট্রিক টন হিমসাগর আম রপ্তানি করেছেন ব্যবসায়ী ও সাংবাদিক আহসান হাবিব।
আজ রোববার সকালে সরেজমিনে শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আহসান হাবিবের আম বাগানে গিয়ে দেখা যায়, তিনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করছেন আরও দুই মেট্রিক টন আম। বৃষ্টির দিনে বাগানে ঘর তুলে প্যাকেটিং করছেন হিমসাগর জাতের আম। তিনি বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করেছেন ২০ জাতের আম।
আহসান হাবিব বলেন, 'সাধারণ আম চাষিদের চেয়ে আমাদের আম স্বাদে ও গুনে ভিন্ন। কোন ক্রেতা একবার আম কিনলে, পরের বছর পাঁচ গুন বেশি আম কিনে থাকেন। শুধু তাই নয়, উনি আরও কয়েক গুন ক্রেতা পাঠিয়ে দেন বাগানে।'
আহসান হাবিব আরও জানান, শতভাগ নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ফ্রুট ব্যাগিংকৃত আম, কোন প্রকার আঘাত ছাড়াই বোটাসহ নামাই এবং প্রতিটি আমে নিজস্ব স্টিকার লাগিয়ে পরিবহনে আন্তর্জাতিক মানের প্যাকেট করে সরবরাহ করে থাকি। এ ছাড়াও বাগানে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যর জন্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। আমাদের উৎপাদিত আম রপ্তানির সকল নিয়ম মেনে তৈরি করা হয়। শনিবার ২ মেট্রিক টন হিমসাগর আম রপ্তানির জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার বিমানযোগে আমের এ চালান যাবে সুইডেনে। এ ছাড়া রোববারের পাঠানো আম যাবে সোমবার।
রপ্তানিকারক প্রতিষ্ঠান ফ্রেশ ফুড ট্রেডিং কোম্পানির প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, তাঁরা তিন বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান হতে আম সংগ্রহ করে ইউরোপ, কানাডা, সুইডেনসহ বিভিন্ন দেশে পাঠিয়ে থাকেন। সে ক্ষেত্রে তারা পিউর আমগুলোই ক্রয় করেন। এবারও টার্গেট রয়েছে পুরো মৌসুমজুড়ে আম রপ্তানি করার।
লন্ডনে আম পাঠানোর ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, বিদেশে আম পাঠানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করছে। তিনি জানান, ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রপ্তানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও রপ্তানিনীতি ব্যাপক সাফল্য পাওয়া যাবে।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে