Ajker Patrika

সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল ‘মহাকালগড়’

রাজশাহী প্রতিনিধি
সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল ‘মহাকালগড়’

সেরা লিটল ম্যাগাজিন পুরস্কার পেল রাজশাহী শিল্পকলার প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘মহাকালগড়’। রাজশাহী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশিত এ সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেছেন আসাদ সরকার। তিনি রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও টিভি নাট্যকার। আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা-২০২২ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সারা দেশের শিল্পকলা একাডেমির প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলোর মধ্য থেকে রাজশাহী শিল্পকলার ‘মহাকালগড়’-কে প্রথম নির্বাচন করা হয়। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

‘মহাকালগড়’ রাজশাহী শিল্পকলার প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন। এতে লিখেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, মামুন হুসাইন, নাট্যকার মলয় ভৌমিক, কবি ও শিক্ষাবিদ তসিকুল ইসলাম রাজা, কবি কামরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ বকুল, কবি রুহুল আমিন প্রামাণিক, গল্পকার চন্দন আনোয়ার, মোজাফফর হোসেন, গৌতম বিশ্বাস, আনিফ রুবেদ, কবি শামীম হোসেন, মাহী ফ্লোরা, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, কামরুল বাহার আরিফ, স্মৃতিচারণা করেছেন নাট্যাভিনেতা ওয়াহিদা মল্লিক ও রহমত আলী, ফিচার বিভাগে লিখেছেন আবুল কালাম মুহম্মদ আজাদের মতো লেখকেরা।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে মহাকালগড়-এর উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এটা রাজশাহী জেলার জন্য একটা সম্মান। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রকাশনার এই ধারা অব্যাহত রাখবে বলে আশা রাখি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত