Ajker Patrika

মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৪
মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী (৭১) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাপুর মাদ্রাসা গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এস্কেন্দার আলী উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে। আহত মোটরসাইকেল চালক মো. আনিছুর রহমান রকি (২৫) ভাদুরবটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে।

নিহতের ভাতিজা আল আমিন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এস্কেন্দার আলী এশার নামাজ জামাতের সঙ্গে আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ধাক্কা দিলে উভয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

এস্কেন্দার আলী বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশু সাহিত্যিক, নাটোর জেলার একমাত্র শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের চাচা। বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার আলীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এস্কেন্দার আলী দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টায় নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত