লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ট্রেন অবরোধ করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা। আজ রোববার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরই স্টেশনের পাশে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
আহতরা হলেন উপজেলার রাকদা শোভ গ্রামের বাচ্চু (২২), শোভ গ্রামের আবুল কালাম (৪০), চংধুইল গ্রামের সাগর (২৬), চকশোভ মিল্কিপাড়া গ্রামের সোহেল রানা (৩৮) ও মিল্কিপাড়া আব্দুলপুর গ্রামের রাজন (২৭)। এদের মধ্যে বাচ্চু ছাড়া সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ঢাকায় তার নাম ঘোষণা করার পরপরই লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল ট্রেন দুটি দুই পাশে আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাতিজা শামীম আহমেদ সাগরের পক্ষে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা আনন্দ মিছিলে করার সময় হামলা করে তাঁর ৫ জন কর্মীকে গুরুতর জখম করে পালিয়ে যান।’
তবে বর্তমান সংসদ সদস্যের কর্মী আব্দুল্লাহ আল মামুন ওরেঞ্জ বলেন, ‘মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতের ঘটনা ঘটে। যার দায়ভার আমাদের ওপর দেওয়া হচ্ছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ট্রেন অবরোধ করেছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা। আজ রোববার সন্ধ্যার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর জংশন রেলস্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরই স্টেশনের পাশে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।
আহতরা হলেন উপজেলার রাকদা শোভ গ্রামের বাচ্চু (২২), শোভ গ্রামের আবুল কালাম (৪০), চংধুইল গ্রামের সাগর (২৬), চকশোভ মিল্কিপাড়া গ্রামের সোহেল রানা (৩৮) ও মিল্কিপাড়া আব্দুলপুর গ্রামের রাজন (২৭)। এদের মধ্যে বাচ্চু ছাড়া সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ঢাকায় তার নাম ঘোষণা করার পরপরই লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের কর্মী-সমর্থকেরা আব্দুলপুর জংশন স্টেশনে যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও খুলনা থেকে চিলাহাটিগামী খুলনা মেইল ট্রেন দুটি দুই পাশে আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে তাঁদের সরিয়ে দেয়। এ সময় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর ভাতিজা শামীম আহমেদ সাগরের পক্ষে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের সমর্থকেরা আনন্দ মিছিলে করার সময় হামলা করে তাঁর ৫ জন কর্মীকে গুরুতর জখম করে পালিয়ে যান।’
তবে বর্তমান সংসদ সদস্যের কর্মী আব্দুল্লাহ আল মামুন ওরেঞ্জ বলেন, ‘মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মনোনয়ন বঞ্চিতদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতের ঘটনা ঘটে। যার দায়ভার আমাদের ওপর দেওয়া হচ্ছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে