নওগাঁ প্রতিনিধি
আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, জনগণ উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষেরই মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সে জন্য জনগণের সমর্থন চাই।’
দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, না কি যিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।’
এ সভায় ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, জনগণ উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষেরই মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সে জন্য জনগণের সমর্থন চাই।’
দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, না কি যিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।’
এ সভায় ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে