Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ইয়ার্ড থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত সাড়ে ৮টার পর চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। 

এর আগে ট্রাকে থাকা ভারত থেকে আমদানি করা কয়েক বস্তা বাদাম পুড়ে নষ্ট হয় এবং ট্রাকের সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতর্কিতভাবে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাদামের বস্তায় আগুন লাগে। ট্রাকচালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সামনের দিকের অংশে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহত হয়নি কেউই। ঘটনার সময় অর্ধশত আমদানি পণ্যবাহী ট্রাক সড়কেই আটকা পড়ে।

ওসি মো.সাজ্জাদ হোসেন বলেন, আমদানি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা নিক্ষেপ করার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রলবোমার আগুনে বাদামের কয়েকটি বস্তা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলার ঘটনায় দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে ছেড়ে যেতে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত