Ajker Patrika

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯: ৩৩
নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নাটোর শহরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকে বাসস্ট্যান্ডের পাশে রাস্তায় দাঁড়ানো ছিল মুক্তিসেনা পরিবহন নামের বাসটি। আজ রোববার ভোরের আলো ফোটার পর বাসস্ট্যান্ডে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয় মাদ্রাসা মোড় কাঁচাবাজারে ফুলকপি বিক্রি করতে আসা কৃষক লতিফ জানান, তাঁর সবজিবাহী ভ্যানটি স্টেডিয়াম এলাকা অতিক্রমের সময় কয়েকজন যুবককে মাস্ক পরিহিত অবস্থায় একটি বাসে আগুন লাগাতে দেখেন। তাঁরা আগুন লাগিয়ে দ্রুত চলে যান। 

জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার জানান, বাসটিতে অগ্নিসংযোগের পর ভেতরের সব সিট পুড়ে গেছে। বাসস্ট্যান্ডে রাখার পরও অগ্নিসংযোগ করা হলো। যারা আগুন লাগিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, বাসে কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এটা হরতালকারীদের কাজ হতে পারে। অগ্নিসংযোগকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত