Ajker Patrika

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, স্কুল বন্ধ আজ 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১২: ০৫
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, স্কুল বন্ধ আজ 

নওগাঁয় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সোমবার। হিমেল বাতাসের সঙ্গে হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। 

আজ সোমবার সকাল ৬টা ও ৯টায় নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। 

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অনুসারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয় বদলগাছী ও দিনাজপুরে।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় নওগাঁয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল আজ সোমবার বন্ধ থাকছে। গতকাল রোববার দিবাগত রাতে স্কুল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তারা। 

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে ওই দিন দেরিতে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় আজ সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের প্রত্যেকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা বিষয়টি বিবেচনা করে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

নওগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘শীতের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য নিয়ে আজ সোমবার জেলার ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেওয়া হবে।’ 

আজ নওগাঁয় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ সোমবারএদিকে নওগাঁয় সকাল থেকেই আজ কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ ও হাড়কাঁপানো তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

আজ সকালে নওগাঁ জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশা কম হলেও আকাশ মেঘলা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গরম কাপড়ের অভাবে অনেককেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

স্থানীয়রা বলছে, গত দুই দিন থেকে সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নামতে থাকে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। হাড় কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। 

শহরের মুক্তির মোড়ে রিকশাচালক কাশেম উদ্দিন বলেন, শীতের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। পেটের দায়ে রাস্তায় বের হয়েছি। 

আরেক রিকশাচালক জব্বার হোসেন বলেন, ‘আজ সকাল থেকেই কুয়াশা কম। তবে আকাশ পরিষ্কার নয়, ঠান্ডা বাতাসও হচ্ছে। এ জন্য শীত বেশি লাগছে।’ 

দিনমজুর সাজেদুর রহমান বলেন, ‘তীব্র ঠান্ডায় কাজে যেতে পারছি না। কাজে যেতে না পারায় সংসার চালাতে সমস্যায় পড়ছি।’ 

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি অনুভূত হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত