Ajker Patrika

ধানবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৫: ০৩
ধানবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ৭

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে তিনজন শ্রমিক নিহত ও আরো সাতজন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আমনুরা-নয়াগোলা সড়কের পাওলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুখুর মোড় এলাকার ইলিয়াস হোসেনের ছেলে বুলবুল হোসেন (৩৫), একই উপজেলার বহালাবাড়ী এলাকার মৃত মনসুর আলীর ছেলে মন্টু আলী (৫২) ও সদর উপজেলার সতেররশিয়া চামাগ্রাম এলাকার নওশেদ আলীর ছেলে আসাদুল (২৬। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে একদল শ্রমিক ধান কেটে পারিশ্রমিকের ধানসহ ট্রাকে করে বাড়ি  ফিরছিলেন। ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পাওলি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বুলবুল হোসেন মারা যান। আহত ৯ জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মন্টু আলী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসাদুল মারা যান। আহতদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত