Ajker Patrika

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক এমপি আবুল কালাম

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ২৩
নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক এমপি আবুল কালাম

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দুপুরে লালপুর উপজেলার চংধুপাইল ইউনিয়নের আব্দুলপুরে নিজ বাড়ির আঙিনায় এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। 

গতকাল সোমবার বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।

সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিনের সহোদর আবুল কালাম আজাদ ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও অধ্যাপক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুর ইসলামসহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। তাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা অংশ নেন।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী বলেন, নৌকাবিরোধীকে (এমপি বকুল) দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ বাধিয়ে দলের ক্ষতি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হবেন না বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়ও মনোনয়নপত্র তুলেছেন।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক ছাড়াও স্বতন্ত্র হিসেবে গ্রামপুলিশ মো. এস্কেন আলী, আসাদুজ্জামান, সায়েদুল হক, এস এম হুমায়ন কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত