Ajker Patrika

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। মাদক কারবারিরা আবু হানিফ নামের ওই পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে।

গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পুলিশ সদস্য আবু হানিফকে রক্ষা করতে গেলে মো. সজিব নামের স্থানীয় আরেক ব্যক্তি আহত হয়েছেন। আবু হানিফ ও সজিবকে ছুরিকাঘাত করা হয়েছে। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন শঙ্কামুক্ত।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত