Ajker Patrika

এসআইয়ের বিরুদ্ধে বগুড়ার আদালতে তরুণীর ধর্ষণের মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০: ০২
এসআইয়ের বিরুদ্ধে বগুড়ার আদালতে তরুণীর ধর্ষণের মামলা

পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বগুড়ার আদালতে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী (২৩)। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয় বলে বাদীর আইনজীবী লুৎফর রহমান জানান।

আসামি এসআই মিথুন সরকার (২৮) সাময়িক বরখাস্ত হয়ে পুলিশ লাইনসে আছেন। তাঁর বাড়ি শেরপুর জেলার সদর থানার বয়ড়া পালপাড়া এলাকায়। 

বাদীর আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।’

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই তরুণী বগুড়ার শেরপুর থানার সহযোগিতা নেন। তখন এসআই মিথুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনের মধ্যে সাক্ষাৎ চলতে থাকে। সনাতন ধর্মের পরিচয় গোপন করে মিথুন তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। গত ৩ জুন তাঁরা দুজনে মোটরসাইকেলে করে শহরের একটি রেস্তোরাঁয় যান এবং বসে অনেকক্ষণ গল্প করেন। এরপর বিকেলে দাওয়াতের কথা বলে ওই তরুণীকে এক বাড়িতে নিয়ে যান। সেখানে মিথুন ‘ইচ্ছার বিরুদ্ধে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক’ গড়েন বলে মামলায় উল্লেখ করা হয়।

পরে মিথুনের ধর্মীয় পরিচয় জানতে পারলেও এসআইকে বিয়ে করতে চান। কিন্তু মিথুন তাতে রাজি না হওয়ায় গত ২৭ জুন থানায় মামলা করতে যান তিনি। কিন্তু থানার ওসি মিথুনের পূর্বপরিচিত একজনের মাধ্যমে আপস করার পরামর্শ দেন। কিন্তু মিথুন বিয়েতে রাজি না হওয়ায় মামলা করেন। 

তবে মামলা না নেওয়া বা আপস করার পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসে নাই। আমি ওই তরুণীকে চিনি না।’ 

এ বিষয়ে জানতে এসআই মিথুন সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। 

এর আগে ২২ জুলাই ওই তরুণী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর মিথুনকে ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি থানায় বদলি করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমি সত্যতা মেলায় ৯ আগস্ট এসআই মিঠুনকে সাময়িক বরখাস্ত করে আদমদীঘি থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত